
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ১৪ চুক্তি-সমঝোতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও কলম্বোর মধ্যে একটি চুক্তি ও ১৩ টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক ও কৃষি খাতে সহযোগিতা, উচ্চ শিক্ষা, বিনিয়োগ কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংবাদ সংস্থার মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সমঝোতা ও চুক্তি স্মাক্ষরিত হয়। এসময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবী করুনানায়েকের সঙ্গে একটি চুক্তি সই করেন।
এছাড়া অর্থনৈতিক ও কৃষি খাতে সহযোগিতা, দুই দেশের শিপিং করপোরেশনের মধ্যে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ‘বিস’ ও শ্রীলঙ্কার এলকেআইআইআরএসএস’র মধ্যে, উচ্চ শিক্ষা, পররাষ্ট্র সেবা বিষয়ক ইন্সটিটিউট, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র, দু’দেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা, চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে, বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়াতে বাকি চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবী করুনানায়েকে, কৃষিমন্ত্রী ওয়াসথানা অলুওয়াহারে, নৌ পরিবহন মন্ত্রী নিশান্ত মুথুহেতিগামা, শিক্ষামন্ত্রী মোহন লাল জর্জিও, সহকারী অর্থ ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী লাসান্থ আগারওয়ানা এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান রাষ্ট্রদূত ইয়োজা গুনাসেনাকারা এসব চুক্তি ও সমাঝোতায় স্বাক্ষর করেন।
এছাড়া বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ খান পলক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এছাড়া বিডা ও বিজিএমইএ’র প্রতিনিধিরা বাংলাদেশের পক্ষে চুক্তি ও সমঝোতায় স্মাক্ষর করেন। খবর: বাসস।