
বাসাইলে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনির হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে বাসাইল থেকে একটি ইউনিট ও টাঙ্গাইল থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঐ বাজারের হযরত আলী খান, ইব্রাহীম খান, বিরাজ খান, আব্বাস আলী, চন্দ্রন ডাক্তার, নুরুল ইসলাম, অনন্ত বিশ্বাস, আব্দুর রউফ, আব্দুল মজিদ খানের দোকানসহ কাঞ্চনপুর মডেল একাডেমী স্কুলের একটি অংশ আগুনে পুড়ে যায়। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।