
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিল থেকে বুধবার (১৩ জুলাই) দুপুরে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকার বিলের পানিতে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাসাইল থানার এসআই হাবিবুর রহমান জানান, বিল থেকে নবজাতক কন্যা শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা যাচ্ছে ৫-৭ দিন আগে নবজাতক শিশুটিকে লাঙ্গুলিয়া নদীতে ফেলে দেওয়া হয়। পানির ¯্রােতের লাশটি ভেসে বিলে এসেছে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।