
বাসাইলে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ভাতিজাসহ ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।বৃহস্পতিবার সকালে উপজেলার নাকাসিম গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম নিলু সরকার (৪৮)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়িতে কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিল নিলুর স্বজনরা। এসময় তার ভাতিজা দীপক সরকার ও ভাতিজির জামাই সুবল সরকার তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে নিলু সরকারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা নিলুকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিলু সরকারের স্ত্রী সুন্দরী বলেন, সকালে বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় দীপকসহ কয়েকজনে মিলে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।