
বাসাইলে ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি পাটখাগুরী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বাসাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটখাগুরী গ্রামের মাদক ব্যবসায়ী জহিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় জহিরুলের সহযোগী দেলোয়ার হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাসাইল থানার এসআই রাজিউর রহমান জানান, জহিরুল ও তার ওস্তাদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।