
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বেসরকারি বাস অপারেটররা।
রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টারে আজ সকালে ২৬ এপ্রিল থেকে ১ মে’র টিকিট বিক্রি শুরু হয়।
বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘সকালে যাত্রী উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে তাদের সংখ্যা বাড়ছে।’
তিনি বলেন, ‘২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। কারণ ২৮ এপ্রিল সরকারি অফিস এবং ৩০ এপ্রিল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হবে।’
কিছু অপারেটরের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘সাধারণ সময়ে বাস অপারেটররা কিছুটা ছাড় দিলেও এখন সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে। কিছু যাত্রী বিষয়টিকে অতিরিক্ত ভাড়া হিসেবে অখ্যায়িত করছেন।’ পাশাপাশি এর আরও একটি কারণ আছে বলেও জানান তিনি।
রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘বলতে গেলে, একটি পঞ্চগড়গামী বাস সাধারণত এর আগের স্টপেজগুলোর জন্যও যাত্রী নেয় এবং শেষ গন্তব্যের ভাড়ার চেয়ে কম ভাড়া নেয়। কিন্তু ঈদের সময় তারা সবার কাছ থেকে শেষ গন্তব্যের ভাড়া নেয়। কারণ তাদের খালি বাস নিয়ে ঢাকায় ফিরতে হয়।’