
বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে সহ নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খাইরুন বিবি (৩৫), তার বাবা করিম গাজী (৫৪), একই পরিবারের নাজমুল গাজী (৪০), নাজমুলের স্ত্রী আসিফা বেগম, মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫) ও তার ভাগনে জাহিদ হাসান (১৮)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাতে উপজেলার কাজির রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সাতক্ষীরাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান জানান, ঘটনাস্থলে খায়রুন বিবি, আসিফা বেগমসহ তিনজন মারা যান। বাকি তিনজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ ফরিদপুর মেডিক্যালের মর্গে আছে।
করিমপুর হাইওয়ের উপপরিদর্শক (এসআই) নওশের আলী জানান, শ্যামলী পরিবহনের বাসটি ভুল দিক থেকে এসে এই দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছেন বলে জানান এসআই।