
‘বিএনপিকে নির্বাচনে আসতে হলে সংবিধান মেনে আসতে হবে: হানিফ’
কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও সকল রাজনৈতিক দলগুলোকে অংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন। সে সময় তিনি নিজে বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। তখন বিএনপি রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেয়নি। তিনি বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ না করে যে ভুল করেছিলেন আগামীতে সে ভুল করবে না সে বোধদয় এখন হয়েছে।
শনিবার বেলা ১টায় সদর উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় দু’পক্ষের বিরোধ নিস্পত্তি সমাবেশে যোগ দেওয়ার আগে ‘দেরিতে হলেও প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন সম্ভব না’ মির্জা ফখরুলের এমন মন্তব্যেও প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই হবে। এবং নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই থাকবে। সুতরাং নির্বাচনে যদি বিএনপি আবারো না আসে তবে ভুল করবে। বিএনপিকে নির্বাচনে আসতে হলে সংবিধান মেনে আসতে হবে।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, সদর থানার ওসি নাসির উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।