
বিএনপি’র মহাসচিবের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল
টাঙ্গাইল সংবাদদাতা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, প্রচার সম্পাদক এ.কে.এম.মনিরুল হক মনির, যুবদল নেতা টিটন খান, মাসুদ তালুকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর বিভিন্ন সহযোগি সংগঠণের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগস্থ এলাকায় পরিদর্শনে যাওয়ার পথে রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় হামলার শিকার হন।