
জাগ্রতবাংলা, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। যারা ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করতে পারে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
বুধবার (৪ মে) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে কুষ্টিয়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না।
মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে কারাগারে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে তিনি এখন বাসায় অবস্থান করছেন। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত আসামি কারাবিধি অনুযায়ী যতটুকু সুবিধা পাওয়ার কথা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবতায় তিনি অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন-কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।