
বিএনপি রাজনৈতিক অবস্থাকে বিষাক্ত করে তুলছে: কাদের
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়, কিন্তু নিজেরাই উস্কানিমূলক ও ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করে দেশের রাজনৈতিক অবস্থাকে বিষাক্ত করে তুলছে।
মন্ত্রী আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় টাচ্ এন্ড গো সিস্টেমে টোল আদায়ের নতুন পদ্ধতির উদ্বোধন শেষে একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এদেশের রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই আছে। অন্য কোনো দলের পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। ওয়ান ইলেভেন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ওই সময়ে তাদের ইতিহাস দেশের মানুষ জানে। তাদের এক নেতা রাজীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়ে আজ পর্যন্ত দেশে ফিরেন নি। এখন তারা ভিত্তিহীন কিছু বিষয়ে ব্যক্তিগত আক্রমন ডেকে এনেছে।
বরিশালের ইউএনওর ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রশাসনই ব্যবস্থা নেবে। তাকে কারণ দর্শানোর জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এস ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুলিশের ডিআইজ আতিকুর রহমান।
সেতুমন্ত্রী জানান, দেশে এই প্রথমবারের মতো টোচ্ এন্ড গো পদ্ধতিতে টোল আদায়ের সিস্টেমটি চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরণের জটিলতার সমাধান হবে। টোল প্লাজায় এই পদ্ধতি ব্যবহারের জন্য মোট আটটি বুথ বসানো হবে। সব ধরণের ছোট বড় ও ভারী যানবাহনের জন্য আলাদা বুথ ব্যবহার করা হবে।