
বিচার বিভাগকে স্বাধীন করতে আলাদা সচিবালয় করবে বিএনপি : মওদুদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় আসলে ভবিষ্যতে বিচার বিভাগের সম্পুর্ণ রুপে স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা সচিবালয় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে বিচার বিভাগের এই স্বাধীনতাকে আরো সুরক্ষিত করার জন্য সংসদের দ্বারা আইন করে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করবো। কারণ এখনো নিন্ম আদালতের বিচারকরা আইন মন্ত্রণালয়ের অধীনে থাকেন। বিচারকরা সম্পূর্ণ ভাবে স্বাধীন ভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন না। সেজন্য বিচার বিভাগের শৃঙ্খলা আনতে আলাদা সচিবালয় করা হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিচার বিভাগের স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল আলোচনা সভাটি আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।
ষোড়শ সংশোধনীর রায় বাতিল হওয়ায় দেশের মানুষ সুবিচার পাবে প্রত্যাশা করে মওদুদ আহমদ বলেন, আমি মনে করি এটি একটি ঐতিহাসিক রায়। বর্তমান প্রেক্ষাপটে যেখানে অনির্বাচিত সরকার ক্ষমতায় সেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলো। এটি বাংলাদেশের সকল মানুষের মনের ইচ্ছার, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দলীয় শাসন থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে।
তিনি বলেন, কাদের হাতে আমার বিচারপতিদের অপসারণের দায়িত্ব দিতে চাই? যারা নিজেরাই নির্বাচিত নয়। যারা সংসদে বসে তাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে দেশের মানুষের সন্দেহ আছে। মানুষ বলে যে কিভাবে তারা বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাখতে চায়?
বিচারপতিদের ভয়ভিতি দেখিয়ে সরকার পরিচালনা করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার চেয়েছিল বিচার বিভাগকে করায়ত্ত করার। বিচারকদের আরো নতজানু করার। যাতে করে উচ্চতম আদালত তাদের কথা শুনে। তারা ভয় পায় যাতে করে এই সরকারের বিরুদ্ধে যেন কোন রায় না দেয়।
সংগঠনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।