
বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন নয় : প্রধান বিচারপতি
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যত ক্ষমতাধর রাষ্ট্র হোক, যত ক্ষমতাধর রাষ্ট্র প্রধানই হোক। আইনের কাছে সে কিন্তু সে মাথানত করে। কেউ কিন্তু আইনের উর্ধ্বে নয় এর অর্থ এই নয় যে বিচারক যারা তারাও আইনের উর্ধ্বে। এটা আমি অস্বীকার করি না, বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন নয়। টাঙ্গাইল জেলা বার সমিতি আয়োজিত আইনজীবিদের সাথে মতবিনিময় সভায় বৃহস্পতিবার (১৮মে) তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি আরো বলেন, আমরা বিচারকরা নিয়ন্ত্রনাধীন, আমাদের রোলস্ আছে আমরা এর বাইরে যেতে পারি না। বিচারকরা আইনের বাইরে কোন কাজ করতে পারেন না। এই দেশ শান্তিপূর্ণ দেশ ছিল, ইদানিং কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাস মাথাচারা দিয়ে উঠেছে। একটা গোষ্ঠি ধর্মের নামে, ধর্মের অপব্যাখ্যা করে কাজ করছে। নিজে তো মারা যাচ্ছেই সাথে দুধের বাচ্চা নিয়ে। কোন ধর্মেই এটা বলা নেই। জিহাদ এটা নয় যে একজন নিরাপরাদকে মেরে আমি নিজেও মারা যাব। জিহাদ কিন্তু এটা বলেন না। আমি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবো না। মহান ধর্মগ্রন্থে কিন্তুু এভাবে বলা নেই। আর সরকারের পক্ষে একা এই সন্ত্রাসবাদ বন্ধ করা সম্ভব না।
টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এ্যাডভোকেট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের রেজিষ্ট্রার মো. জাকির হোসেন, সিনিয়র জেলা জজ মো. রবিউল ইসলাম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।