
বিভিন্ন রাষ্ট্রকে ভূগর্ভস্থ সম্পদের ব্যবহারে উৎসাহিত করতে হবে : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পারস্পরিক সহযোগিতার মনোভাব ও দেশীয় উদ্যোগের মানোন্নয়ন ঘটিয়ে পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘ঢাকা পানি সম্মেলন-২০১৭’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
মোঃ আবদুল হামিদ বলেন, ‘বিভিন্ন রাষ্ট্রকে ভূগর্ভস্থ সম্পদের পুনর্ব্যবহার, পরিশোধন ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহারে উৎসাহিত করতে হবে। বিভিন্ন নদ-নদীর পানি সংরক্ষণ ও নাব্যতা অক্ষুণœ, অন্যান্য আন্তঃদেশীয় নদ-নদীর পানির ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নদী অববাহিকা ও প্রতিবেশ রক্ষায় বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’
পানি ব্যবস্থাপনায় সার্বজনীন বৈশ্বিক উদ্যোগের উপর গুরুত্বারোপ করে ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি আনন্দ প্রকাশ করেন।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ পানি ও স্যানিটেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার হিসেবে বিবেচনা করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) বিশুদ্ধ পানি ও স্যানিটেশনকে অন্যান্য লক্ষ্যমাত্রার সাথে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। সকলের জন্য নিরাপদ, বিশুদ্ধ ও সহজপ্রাপ্য পানি সুবিধা নিশ্চিতকরণে এবং এ সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তরের জন্য বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে অর্থনৈতিক সুবিধাদি প্রদান ও দক্ষতা বৃদ্ধির আহবান জানানো হয়েছে। নিরাপদ পানি সরবরাহ ও পানি ব্যবস্থাপনাকে মানবাধিকারভুক্তকরণে নীতিমালা প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক বিষয়ে যে সব উন্নয়নশীল রাষ্ট্র ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম।
হামিদ বলেন, বিশ্বব্যাপী নিরাপদ পানির সহজলভ্যতা দিন দিন সংকুচিত হয়ে আসছে। গবেষকদের মতে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিন-চতুর্থাংশের বেশি দেশ গুরুতর এ সমস্যার মোকাবিলা করছে। ২০৩০ সাল নাগাদ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির চাহিদা ও সরবরাহের ব্যবধান দাঁড়াবে ৪০ শতাংশ পর্যন্ত। নদ-নদী ও জলাভূমির বেহাল অবস্থার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটছে। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত ও দ্রুত নগরায়ণ, দূষণ এবং ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের কারণে পানির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
তিনি ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ বিশ্বব্যাপী সমন্বিত পানি ব্যবস্থাপনার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন। একই সাথে রাষ্ট্রপতি ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করেন।