
যশোর সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর মনিরামপুর বিভিন্ন ঈদগাহে আসা ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
আজ বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হয়নি , ঈদের বাজারে নেই ক্রেতা, ফলে হতাশ হয়ে পড়েছে কুটির শিল্প, কসমেটিকস, মিষ্টির দোকান সহ বিভিন্ন ব্যাবসায়ীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মনিরামপুর উপজেলার বিজয়রামপুর মান্দারতলা ও বাধাঘাটা ঈদগাহ ময়দানে জনসমাগম খুবই কম।
মান্দারতলা ঈদগাহ ময়দানে মাটির বিভিন্ন খেলনা বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টিতে ঈদের বাজারে লোকজন কম আসছে, ফলে আমাদের টার্গেট অনুযায়ী ব্যবসা হচ্ছে না। এছাড়াও বিভিন্ন ব্যাবসায়ীরা বলেন ভেবেছিলাম দেশের বর্তমান পরিস্থিতিতে খুবই ভালো, করোনার প্রকোপ নাই, নাই সরকারী কোন নিষেধাজ্ঞা এবার ঈদের বাজারে জমজমাট ব্যবসা হওয়ার কথা, কিন্তু বৃষ্টিতে সব শেষ।
এছাড়াও বৃষ্টির কারণে বিভিন্ন মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে মনিরামপুর মাদানীনগর মাদ্রাসায় সকাল আটটায় ও মাসনা মাদ্রাসায় সকাল সাতটায় ঈদের জামাত সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।