
File Picture
বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল ১০টায় পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে হাজির হবেন বলে জানান তার আইনজীবী মাসুদ আহমদ তালুকদার।
এর আগে গত ১ জুন অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করে আদালত।