
দেড় যুগেও মেলেনি জমি অধিগ্রহনের টাকা
বেতিল স্পার বাঁধে জমির মালিকদের মানবন্ধন
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলার সীমান্তবর্তী বেতিল-আজুগড়া স্পার বাধ নির্মানের সময়কাল ১৭ বছর পার হলেও এখনো জমি অধিগ্রহনের টাকা হাতে পায়নি ভূমি মালিকরা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে ঘুরেও মিলছেনা কোন সদুত্তর। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মানব বন্ধনের মধ্যে দিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন জমির ওয়ারিশিয়ানরা। তাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে জমি অধিগ্রহনের টাকা না দিলে সরকার যেন তাদের নিজ ভূমি তাদের বুঝিয়ে দেয়। অন্যথায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে তারা আদালতে যাবেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, এ বছর ৮০ লক্ষ টাকার বরাদ্দ দেবার ব্যবস্থা তিনি করবেন।
যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে ২০০০-২০০১ অর্থ বছরে ৩৯ কোটি টাকা ব্যয়ে বেতিল-আজুগড়া ১ কিলোমিটার দীর্ঘ স্পার বাঁধ নির্মান করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নির্মানের সময় পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের ক্ষতিপূরন দেয়ার মৌখিক আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী তাদের জমির উপরে বাঁধ নির্মানের অনুমতি দেন। পরবর্তীতে প্রায় শতাধিক জমির মালিক তাদের জমির ক্ষতিপূরনের টাকা সংগ্রহ করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্বারা নানা হয়রানীর শিকার হন বলে অভিযোগ করেন। কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও দীর্ঘ ১৭ বছরে মেলেনি তাদের ক্ষতিপূরনের টাকা। ইতিমধ্যেই ভিটা মাটি হারা ও বিনা চিকিৎসায় মারা গেছেন কয়েকজন জমির মালিক। এজন্য তারা এখন বেড়িবাঁধের উপর মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশ করেছে।
জমির মালিক হাজী আব্দুল কুদ্দুস জানান, দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোন টাকা না পেয়ে হতাশ তারা। তার সঙ্গে থাকা কয়েক জন জমির মালিক টাকা ও জমি না পেয়ে শোকে ও চিন্তায় নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মরার আগে জরি অধিগ্রহনের টাকা গুলো পেলে একটু সু-চিকিৎসা নিয়ে মরতে পারতাম।
আব্দুল হালিম জানান, অনেক অসহায় পরিবার রয়েছে যারা দেশের স্বার্থে নিজেদের বসতভিটা এই বাঁধে দিয়ে অন্যের জায়গায় আশ্রয় নিয়ে মনবতার জীবন যাপন করছে। তাদের অন্তত জমি অধিগ্রহনের টাকা গুলো দিলে একটু জায়গা জমি কিনে বসবাস করতে পারতো। কিন্তু এখন তাও করতে পারছেনা।
আব্দুল হাকিম জানান, আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মুখের কথা বিশ্বাস করে আমরা জায়গা জমি দিয়ে দিয়েছি। এখন এই জমির টাকা চাইতে গেলে তারা আমাদের সাথে অসুদাচারণ করে এবং মোটা অংকের ঘুষ দাবী করে। আমরা এখন অসহায় অবস্থায় জীবন যাপন করছি। তাই মাননীয় প্রধাণমন্ত্রীর কাছে আবেদন, আমাদের জমি অধিগ্রহনের পাওনা টাকা দেন, টাকা না দিলে বাঁধ কেটে আমাদের জায়গা ফিরিয়ে দেন।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানালেন, ১৭ বছর আগে এই কাজটি সম্পন্ন হয়েছে। কেন তখন জমি অধিগ্রহনের টাকা দেয়া হয়নি, তা তিনি জানেন না। তবে এ বছর ৮০ লক্ষ টাকা বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। চলতি ২০১৭/১৮ অর্থ বছরে তাদের সিংহ ভাগ টাকা পরিশোধ করা হবে। বাকী টাকা পরবর্তী অর্থ বছরে দেয়ার ব্যবস্থা করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা সরকার খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের জমি অধিগ্রহনের প্রায় ৬ কোটি টাকা সহ ক্ষতিপূরনের ব্যবস্থা করবেন।