
স্পোর্টস ডেস্ক: অসাধারণ ছন্দে থাকা করিম বেনজেমা অপ্রত্যাশিতভাবে জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হলেন। দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে জোড়া পেনাল্টি মিস করে বসলেন ফরাসি স্ট্রাইকার। তারপরও ওসাসুনার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে পৌঁছে গেল কার্লো আনচেলত্তির দল।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে আসরের সফলতম ক্লাব রিয়াল। প্রথমার্ধে ডেভিড আলাবা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ম্যাচে সমতা টানেন ওসাসুনার আন্তে বুদিমির। বিরতির আগে মার্কো আসেনসিওর লক্ষ্যভেদে ফের এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান লুকাস ভাজকেজ।
৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের নামের পাশে রয়েছে সমান ম্যাচে ৬১ পয়েন্ট। তারা অবশ্য শিরোপার লড়াইয়ে টিকে নেই। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩১ ম্যাচে ৬০। কাতালানরাই কেবল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে। তবে সব হিসাব-নিকাশ বাদ দিয়ে বাকি পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই লিগ শিরোপা জিতবে রিয়াল।
৬৫ শতাংশ সময়ে বল পায়ে রাখা রিয়াল প্রতিপক্ষের গোলমুখে ২৩ শট নিয়ে লক্ষ্যে রাখে ১১টি। অন্যদিকে, স্বাগতিকদের ১২ শটের মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।
সেভিয়ার বিপক্ষে আগের ম্যাচের একাদশে চার পরিবর্তন নিয়ে খেলতে নামে রিয়াল। মাঝমাঠে ছিলেন না দুই অভিজ্ঞ তারকা টনি ক্রুস ও লুকা মদ্রিচ। এই সুযোগ নিয়ে লড়াই জমিয়ে তোলে ওসাসুনা। তবে শেষ পর্যন্ত তাল ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের ১২তম মিনিটে আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। বেনজেমার পাসে তার প্রথম শট কোনোক্রমে ফিরিয়ে দিয়েছিলেন ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরা। তবে আলাবার ফিরতি শট আর রুখতে পারেননি তিনি। ধাক্কা সামলে দুই মিনিটের মধ্যে সমতা টানে ওসাসুনা। ডি-বক্সে এজিকিয়েল আভিলার পাসে আলতো টোকায় জাল খুঁজে নেন অরক্ষিত বুদিমির।
৩২তম মিনিটে আবার নিশানা ভেদ করেছিলেন বুদিমির। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি। প্রথমার্ধের শেষ মিনিটে রিয়াল আবার মাতে উল্লাসে। এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রসে দানি সেবায়োসের শট হেরেরা ঠেকালেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। গোলপোস্টের খুব কাছ থেকে ফিরতি বল জালে পাঠান আসেনসিও।
বিরতির পর আভিলা নিজেদের ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ৫২তম মিনিটে বেনজেমার স্পট-কিক ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন হেরেরা। সাত মিনিট পর আবারও একই কায়দায় স্পট-কিক আটকে বেনজেমাকে হতাশ করেন তিনি। এই দফায় রদ্রিগোকে ওসাসুনার নাচো ভিদাল ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল।
৮০তম মিনিটে গ্যালারি থেকে কিছু একটা মাঠে ছুঁড়ে মারায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ফের শুরু হওয়ার পর রিয়ালের ইসকো ও ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আক্ষেপ বাড়াননি ভাজকেজ। পাল্টা আক্রমণে ডি-বক্সে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে অনায়াসে হেরেরাকে পরাস্ত করেন তিনি।