
বেলকুচিতে অগ্নিকান্ডে বিধবার ঘর পুড়ে ছাই
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলাগড়াখালীর এক বিধবার থাকার ঘর আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গিয়েছে।
রবিবার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের মৃত শিতল গ্রামের স্ত্রী ৩ সন্তানের জননী মজলেফা খাতুনের বাড়িতে রাত্রি আনুমানিক ১টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লেগে তার থাকার একমাত্র অবলম্বন থাকার ঘরে আগুন লেগে যায়। ঘুমন্ত অবস্থায় ঘরের চার পাশে আগুন ছড়িয়ে পড়লে মজলেফা খাতুনের আত্মচিৎকারে গ্রামবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বেলকুচি থানার ফায়ার সার্ভিসকে খবর দিলে, তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের লোকবল নিয়ে উক্ত স্থানে চলে যায় এবং প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার মজলেফা খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরে থাকা আসবাপত্র, একটি ছাগল পুরে ছাই হয়ে গিয়েছে।
এ দিকে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, মজলেফা খাতুনের ঘরে ২জন বিবাহিত মেয়ে রয়েছে এবং ১জন নাবালক ছেলে রয়েছে। তিনি অসহায় ও সম্বলহীন। তার স্বামীর দেওয়া একমাত্র ঘর খানি পুড়ে হওয়ায় সে এক নিঃস্ব। তার থাকার মতো কোন ঘর না থাকায় তিনি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
বেলকুচি থানার ফায়ার সার্ভিস লিডার ইনচার্জ মোকলেছুর রহমান জানান, রবিবার গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা উক্ত স্থানে দ্রুত ছুটে যাই। তার ঘরের আশে পাশে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে নজর রেখে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আনুমানিক ধারনা করা হচ্ছে, এতে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।