
বেলকুচিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সিরাজগঞ্জ সংবাদদাতা: পুলিশের কাজে বাঁধাদান ও নাশকতা কর্মকান্ডের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান (শামীম)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার চালা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা মাহবুবুর রহমান (শামীম) এর বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধাদান ও নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে দায়েরকৃত পাঁচটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।