
বেলকুচিতে ইমাম ও মোয়াজ্জিনদের কর্মশালা
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পর্যায়ে ইমাম ও মোয়াজ্জিনদের তিনদিন ব্যাপি ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কম্পিউটারের মাধ্যেমে তিনদিন ব্যাপি ইমাম ও মোয়াজ্জিনদের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেণ সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি) মোহাম্মদ কামরুল হাসান। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেণ বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান।