
বেলকুচিতে কালী প্রতিমা ভাংচুর
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মন্দিরের কালী প্রতিমা ভাংচুর করেছে। সোমাবার গভীর রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ক্ষিদ্রজোকনালা গ্রামের বারোয়ারী কালী মন্দির ও কালীপদ সরকারের পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেলকুচি থানার এসআই নাজমুল হোসেন জানান, রাতের কোন এক সময় দুর্বত্তরা কালী মন্দিরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে বারোয়ারী কালী মন্দিরে কালীর মাথা ভেঙ্গে ফেলে ও পারিবারিক মন্দিরের কালী প্রতিমা ও সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে। সকালে স্থানীয়রা মাথা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয় প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি অভয় মন্ডল ও সাধারণ সম্পাদক ধীরেন সরকার এ ঘটনা নিশ্চিত করেছেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায় জানান, প্রকৃত দোষীদের চিহ্নিত করে অভিলম্বে গ্রেফতার করতে হবে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও লুটপাট এবং মন্দির ভাংচুর করা হচ্ছে, এতে আমাদের হৃদয় রক্তক্ষরন হচ্ছে। এসব অপকর্ম বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে।
বেলকুচি উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর সাহা বলেন, কালী প্রতিমা ভাংচুর মানেই ধর্মের উপর আঘাত ও নেক্কারজনক ঘটনা। প্রতিমা ভাংচুর যে ব্যক্তিই করুক না কেন, তাদেরকে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।
বেলকুচি থানা অফিচার্জ সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।