
বেলকুচিতে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উদযাপিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ প্রমুখ।