
বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ১০
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আকন্দসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে-সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুবেল, বাবু, সবুজ ও হাবিবুর রহমানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় বেলকুচি উপজেলার তামাই কাজিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, তামাই কাজিপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী আব্দুল্লাহ’র সাথে প্রতিবেশী শাহীন তোতা ও মান্নানের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
বিরোধপূর্ণ জমির সমাধানে শনিবার বিকেলে জমি মাপ ও বৈঠক চলছিলো। বৈঠকে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে শাহীন গ্র“পের পক্ষে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে আব্দুল্লাহ’র পক্ষে উপস্থিত রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ মামলা করেনি।