
বেলকুচিতে প্রতিবেশির সাবলের আঘাতে স্বামী খুন, স্ত্রী আহত
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশির সাবলের আঘাতে আব্দুস সালাম তালুকদার (৬৫) একজন নিহত হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার স্ত্রী মুক্তা খাতুন (৫০)।
মঙ্গলবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সালাম ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত হবি তালুকাদারের ছেলে।
নিহতের ছোট ভাই আব্দুর রব তালুকাদার জানান, সকালে আব্দুল সালামে প্রতিবেশি আইয়ুব নবী তার বাড়ির সামনে লাউ গাছে মাচা তৈরি করলে, লাউয়ের মাচাটি নিচু হওয়ায় সালাম সহ আশের পাশের কৃষদের ধান গেটে বাড়িতে নিতে বাঁধা সৃষ্টি করবে, এ কারণে আইয়ুব নবীকে মাচা তৈরি করতে সালাম নিষেধ করে। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আইয়ুব নবীর হাতে থাকা সাবল সালামের তলপেটে টুকিয়ে দেয়। এ অবস্থা দেখে সালামের স্ত্রী মুক্তা খাতুন এগিয়ে এলে তার পেটেও সাবল দিয়ে আঘাত করে পালিয়ে যায় আইয়ুব। গুরুতর অবস্থায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালামের মৃত্যু হয় ও নিহতের স্ত্রী মুক্তা খাতুন বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশংকাজনক।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, জানান খবর পেয়ে নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।