
বেলকুচিতে বালুঘাটে ভ্রাম্যমান অভিযান: ড্রেজিং পাইপ জব্দ
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তেলন করার ড্রেজার মেশিনের পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার দুপুরে উপজেলার রানীপুরা গ্রামে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান অভিযান পরিচালনা করেন। এসময় থানা এস আই নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। ড্রেজার মেশিনে বালু উত্তেলনের জন্য ব্যবহৃত ৪২টি পাইপ জব্দ করে থানায় জমা দেওয়া হয়েছে ও অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মুলহোতা আগুরিয়া গ্রামের মোকবর হোসেনের ছেলে নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন। থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।