
বেলকুচিতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে বাবার সাথে অভিমান করে সবুজ (১০) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ উপজেলার মুকুন্দগাতী গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার ছাত্র।
জানা যায়, সবুজ বাবার সাথে অভিমান করে রবিবার পার্শ্ববর্তী এলাকা ক্ষিদ্রমাটিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। রবিবার রাতের কোন এক সময় সবুজ নানার বাড়িতে ঘরের ধর্নার সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে সবুজকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন চিৎকার করলে স্থানীয়রা এসে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, সবুজের পরিবারের দাবি তার বাবার সাথে অভিমান করে ফাস দিয়ে আত্মহত্যা করেছে। সবুজের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এব্যাপারে বেলকুচি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।