
বেলকুচিতে মার্ডার মামলার আসামি গ্রেফতার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচিত মার্ডার মামলার আসামিকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মুকুন্দগাঁতী এলাকা থেকে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। সে মুকুন্দগাঁতী গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
গত ১৬ এপ্রিল-২০১৭ রবিবার আসামী আব্দুল মতিন সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে মুকুন্দগাঁতী পূর্বপাড়া গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে হাজী আবুল হোসেন (৭০)কে মারপিট করলে সে সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করে।
নিহত আবুল হোসেনের ছেলে আব্দুল আলীম জানান, একই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিনের নিকট থেকে আমার বড় ভাই বাচ্চু সুদের উপর টাকা নেয় এবং নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসে। বর্তমানে ব্যবসায়ীক অবস্থা খারাপ হওয়ায় দুই তিন সপ্তাহ টাকা দিতে না পারায় আমার বাবাকে টাকা পরিশোধ করতে চাপ দেয়। রবিবার দুপুরে আমার বাবার কাছে টাকা চাইতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরই এক পর্যায়ে মতিন আমার বাবাকে বুকে আঘাত করলে সে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুকুন্দগাঁতী বাসষ্ট্যান্ড এলাকা থেকে মার্ডার মামলার আসামী আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। তাকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।