
বেলকুচিতে লুঙ্গিতে নকল লেবেল : ব্যবসায়ীর কারাদন্ড
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে স্ট্যান্ডার্ট লুঙ্গি, শাহ আমানত ও আমানত শাহ লুঙ্গি’র নকল লেবেল তৈরি করে কেনাবেচা ও নকল লেবেল লাগিয়ে শাড়ি লুঙ্গি বিক্রির সময় হাতেনাতে একজনকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে বেলকুচি উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সেঁজুতি ধর এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মাসুদ রানা খান (৪৮) বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া উত্তরপাড়া গ্রামের হাজী নুরুল হক খানের ছেলে। এর আগে সিআইডি পুলিশ পরিদর্শক আবু মোকাদ্দেম ও উপ-পরিদর্শক ছায়েদুর রহমানের নেতৃত্বে সিআইডি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ হাজার স্ট্যান্ডার্ট লুঙ্গি ও ২০ হাজার ঢাকা বিলাস লুঙ্গির নকল লেবেলসহ মাসুদ রানা নামে এক ব্যবসায়কে আটক করে।
সিরাজগঞ্জ সিআইডি পুলিশের উপ-পরিদর্শক ছায়েদুর রহমান জানান, বেলকুচিতে মাসুদ রানা খানসহ অন্যরা দীর্ঘদিন ধরে স্ট্যান্ডার্ট লুঙ্গি, শাহ আমানত ও আমানত শাহ লুঙ্গি’র নকল লেবেল তৈরি করে কেনাবেচা ও নকল লেবেল লাগিয়ে শাড়ি লুঙ্গি বিক্রির করে আসছিল। বুধবার দুপুরে গোপন সংবাদ পেয়ে নকল লেবেল কেনাবেচার সময় অভিযান চালিয়ে হাতেনাতে বেলকুচি উপজেলার চালা বাজার এলাকায় মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়।
বেলকুচি উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সেঁজুতি ধর বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট বসিয়ে সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমানিত হওয়ায় মাসুদ রানাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলাকালে উপস্থিত লোকজন ও গণমাধ্যম কর্মীদের উদ্যেশে বেলকুচি উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সেঁজুতি ধর বলেন, মাসুদ রানা কম দামী ও নিম্নমানের শাড়ি লুঙ্গি’র প্যাকেটে স্ট্যান্ডার্ট লুঙ্গিসহ উন্নতমানের ব্রান্ডের নকল লেবেল লাগিয়ে কেনাবেচা করে সে সাধারণ ক্রেতাদের প্রতারিত করার কাজে লিপ্ত ছিল। একইসাথে নকল লেবেল লাগিয়ে অবৈধ ব্যবসায় করার কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়।