
বেলকুচিতে সরকারের সাফল্য অর্জনে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিস সংবাদ সম্মেলন করেছে।
শনিবার সকালে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উন্নয়ন ও ভাবনা বিশয়ে লিখিত বক্তব্য পাঠ করেণ বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসার শফিকুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক ভিকে জয়, সাংবাদিক জহুরুল ইসলাম, চন্দন কুমার আচার্য, এম এ মুছা, প্রমুখ।