
বেলকুচিতে সুদের টাকা নিয়ে মারামারির ঘটনায় বৃদ্ধের মৃত্যু
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় হাজী আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মুকুন্দগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন ওই গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে।
নিহত আবুল হোসেনের ছেলে আব্দুল আলীম জানান, একই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিনের নিকট থেকে আমার বড় ভাই বাচ্চু সুদের উপর টাকা নেয় এবং নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসে। বর্তমানে ব্যবসায়ীক অবস্থা খারাপ হওয়ায় দুই তিন সপ্তাহ টাকা দিতে না পারায় আমার বাবাকে টাকা পরিশোধ করতে চাপ দেয়। রবিবার দুপুরে আমার বাবার কাছে টাকা চাইতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরই এক পর্যায়ে মতিন আমার বাবাকে বুকে আঘাত করলে সে ঘটনা স্থলে মারা যায়।
বেলকুচি থানা এসআই নাজমুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনার পর থেকে আব্দুল মতিন পলাতক রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।