
বেলকুচিতে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আয়শা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আয়শা খাতুন উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের আমোদ আলীর মেয়ে ও তামাই প্রভাকর বিদ্যানিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী ।
রবিবার দেলুয়াকান্দি গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লাইছুর রহমান জানান, রবিবার সকালে আয়শা খাতুনের নিজ ঘরের ধর্নার সাথে ওড়না পেছানো ঝুলন্ত মৃতদেহ দেখে এলাকাবাসী দুপুরে থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেলে নিহতের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিল সে আত্মহত্যা করেছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান আয়শা খাতুনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও ময়না তদন্তের প্রস্তুতি চলছে।