
বেলকুচিতে হুরাসাগর নদী নাব্যতা রক্ষার্থে পরিস্কার অভিযান
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের প্রবাহিত হুরা সাগর নদীর নাব্যতা রক্ষার্থে পরিস্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (১৮ মার্চ) শনিবার দুপুরে হুরা সাগর নদীর মাইঝাইল নৌ ঘাটে পরিস্কার অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেঁজুতি ধর, বেলকুচি থানা (ওসি তদন্ত) লাইছুর রহমান, জেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার লায়লা নারগীস বেগম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী প্রমুখ।