
বেলকুচি উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষ ভাংচুর
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বেলকুচি উপজেলা চেয়ারম্যানের কক্ষ ভাংচুর ও অফিসের কর্মচারীদের মারধর করার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ অভিযোগ করে বলেন দলীয় কোন্দলের কারনে নিজ দলের সহযোগি সংগঠনে নেতাকর্মীরা আমাকে মারপিট করার জন্য আমার অফিসে হামলা করে। আমি অফিসে না থাকায় অফিসের কর্মচারী বিশ্বজিত ও নাইমাসহ তিনজনকে মারপিট করে ও অফিস ভাংচুর করে।
অফিস সরকারী নাইমা জানান, আমরা অফিসে বসে কাজ করছিলাম এ সময় ভাংচুরের শব্দ পেয়ে আমার এগিয়ে গিয়ে দেখি ৫-৬ জন ছেলে অফিস ভাংচুর করে দ্রুত চলে যায়। আমরা তাদের সিড়ি দিয়ে নামতে দেখি পিছন থেকে দেখার কারনে কাউকে চিনতে পারিনি।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান ও সাধারন সম্পাদক ফজলুল হক সরকার জানায়, হামলার বিষয়ে তাদের কিছু জানা নেই।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল হক রেজা জানান, ভাংচুর ও মাধরের ঘটনা ঘটছে তবে এতে দলীয় কেউ জড়িত ছিল না।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লাইছুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাংচুরের ঘটনা ঘটেছে তবে মারধরের বিষয়টি কেউ জানায়নি।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একদল ছেলে চেয়ারম্যানের কক্ষ ভাংচুর করেছে শুনেছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছিনা।