
জাগ্রতবাংলা, টাঙ্গাইল : ঈদ উপলক্ষে সোমবার কয়েক বন্ধু মিলে নৌকা নিয়ে বেড়াতে যায়। এক পর্যায়ে নদীতে নৌকা থামিয়ে লাফালাফি শুরু করে। সবাই নদী থেকে উঠে পারলেও নিখোঁজ হয় শরিফুল ইসলাম শরিফ (১৫)। পরে মঙ্গলবার বিকেলে অনেক খোঁজাখোঁজির পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে এবং নবম শ্রেণির ছাত্র।
গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা জানান, মেঘারপটল গ্রামের কয়েক বন্ধু মিলে সোমবার (১১ জুলাই) যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যায়। পিকনিক শেষে রাতে বাড়ি ফেরার পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছলে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে লাফিয়ে লাফিয়ে গোসল করতে থাকে। গোসল শেষে অন্যরা নৌকায় উঠলেও শরিফ উঠে আসেনি। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন। স্বজনরা জানায়, ওই নৌকায় ৪-৫ জন বন্ধু মিলে পিকনিককে গিয়েছিল। ফেরার পথে গোসলে নেমে শরিফ নিখোঁজ হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিখোঁজ শরিফের লাশ মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।