
জাগ্রতবাংলা, ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা ফায়ার সার্ভিসের নিয়মিত খেলোয়ার ফসলান্দিতে গ্রামের “মো. মইনুল ইসলাম বিন্দু” মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮ টায় ব্রেইনষ্ট্রোকে ভূঞাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কররস্থান ফসলান্দিতে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে টাঙ্গাইল তথা ভূঞাপুরের ক্রীড়াঙ্গনসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।