
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের জঙ্গিবিরোধী বিক্ষোভ
মু.জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ মার্চ) এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সজিব তালুকদার, নিবিড় পাল ও তাছিকুল আলম তুষার, পরিসংখ্যান বিভাগের নুরুন্নবী সিদ্দিক, পদার্থ বিজ্ঞান বিভাগের রাজিব মোল্লা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রাশেদুল ইসলাম বাধন ও জাবির ইকবাল প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাইমিনুল কাইয়্যুম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যুব ভুইয়া, অর্থনীতি বিভাগের কাজী মো. রফিকুল ইসলাম ও পান্না দাশ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইয়াছিন আরাফাত ও আশরাফুল ইসলাম, গণিত বিভাগের রাজিকুর রহমান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের রাজিব হোসাইন ও আনাস পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশ, এ কর্মসূচি পালনের মধ্য দিয়ে রাজনীতিমুক্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির আনুষ্ঠানিক সাংগঠনিক যাত্রা শুরু হলো।