
ভাস্কর্য স্থাপন করা মূর্তি পুজা নয় : হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভাস্কর্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য স্থাপন করা মূর্তি পুজা নয়, ভাস্কর্য হচ্ছে শিল্প মাধ্যম। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে্ এক সমাবেশে ইনু এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ‘ভাস্কর্য মানে মূর্তি না’ শিরোনামে জাসদ ঢাকা মহানগর এ সমাবেশের আয়োজন করে।
হেফাজত ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা ও রাজনৈতিক লেনদেন না করার আহ্বান জানান ইনু। তিনি বলেন, হেফাজতের তেঁতুল হুজুররা সাম্প্রদায়িক অপরাজনীতির জিকির তোলার চেষ্টা করছে, তাদের সাথে উঠা-বসা করা গণতন্ত্রের জন্য হবে আত্মঘাতী।
তিনি বলেন, সাম্প্রদায়িক হেফাজতের সঙ্গে সমঝোতার কোন রাজনীতি আওয়ামী লীগ করবে না এটাই কামনা করি। ভাস্কর্য অপসারণের প্রতিবাদে আন্দোলনে অংশ নেয়া নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারেরও দাবি জানান ইনু।
সকল ভাস্কর্য রক্ষার দাবি জানিয়ে ইনু বলেন, শিল্প- সাহিত্যের ঐতিহ্য হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য নির্মাণ আমাদের সাংবিধানিক অধিকার, এটা ধর্ম বিরোধী নয়।
সমাবেশে জাসদের সহ- সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক অভিনেতা নাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।