
ভূঞাপুরে অটো-ভ্যান চালক নিহত
টাঙ্গাইলের ভূঞাপুরে সিরাজকান্দী নামক স্থানে শনিবার (১১ জুন) সন্ধ্যায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক অটো-ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার নিকরাইল ইউনিয়নের চর পাথাইলকান্দী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।
জানা যায়, আব্দুর রাজ্জাক তাঁর অটো-ভ্যানে পাট নিয়ে নিকরাইল বাজার থেকে বঙ্গবন্ধুসেতু যাওয়ার পথে সিরাজকান্দী পুরাতন বাজারে একটি সিএনজি চালিত অটোরিকশা পেছন ধাক্কা দিলে ভ্যানটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে ভ্যান চালক পাটের নিচে চাপা পড়ে যায়। তাৎক্ষণিক আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বঙ্গবন্ধুসেতু ক্যান্টনমেন্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আব্দুর রাজ্জাকের স্ত্রী জানান, তিনি সকালে গাড়ী নিয়ে বের হয়। বাড়ি থেকে দুপুরে ফোন করলে তিনি সন্ধায় বাড়ি ফিরবেন বলে জানান। সন্ধা সাড়ে ৭ টার দিকে সিরাজকান্দী থেকে এক অপরিচিত লোক ফোন করে বলে রাজ্জাক সড়ক দুর্ঘটনায় প্রচন্ড আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হয়।