
ভূঞাপুরে গৃহবধুর লাশ উদ্ধার
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের ভুঞাপুরে শাহনাজ বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের দক্ষিণ চিতুলিয়াপাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিকরাইল ইউনিয়নের চরপলশিয়া গ্রামের মোঃ গফুর উদ্দিনের মেয়ে শাহনাজের (২৫) সাথে দুই বছর আগে ঐ ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের গফুর শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম’র (২৭) সাথে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক সম্পর্ক তেমন ভাল যাচ্ছিলোনা বলে জানান এরাকাবাসী। অপরদিকে সোমবার গভীর রাতের কোন এক সময় তাকে গোলায় ওড়না পেচিয়ে ঘরের ধন্যার সাথে ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করে তার ভাই।
ঘটনার দিন সকালে শাহনাজের ভাসুরের বউ শাহনাজের ঘরের দরজার কাছে গিয়ে তাকে ডাকতে থাকলে ভেতর থেকে কোন সারা না পেয়ে দরজা ধাক্কা মারলে ঘরের মেঝেতে শাহনাজের নিতর দেহ পরে থাকতে দেখে চিৎকার করে। তার চিৎকার শুনে পাশের বাড়ীর লোকজন এগিয়ে আসলে বাড়ীতে শাহানাজের স্বামী ও শ্বশুড় শাশুড়ি কাওকে দেখা যায়নি।
এ ব্যপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউসার চৌধুরী বলেন, দুপুরে উপজেলার দক্ষিণ চিটিলাপাড়া স্বামীর বাড়ি থেকে শাহনাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না। তবে এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।