
জাগ্রতবাংলা, মধুপুর (টাঙ্গাইল) : ‘‘বন সংরক্ষণের অঙ্গিকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে টাঙ্গাইল বন বিভাগের মধুপুরের রসুলপুর সদর রেঞ্জ জাতীয় উদ্যানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় দিবসটির আয়োজন করে। আলোচনা সভায় টাঙ্গাইল বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ আবু সালেহ এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা,পিপস ফোরামের সভাপতি রানা শর্মা প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বন এলাকার রসুলপুর প্রদক্ষিন করে। বক্তারা মধুপুর বনের জীব বৈচিত্র্য, বন্যপ্রাণী, প্রকৃতির গুরুত্ব তোলে ধরে সকলকে টেকসই বন ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।