

মধুপুরে দুর্নীতি নিয়ে দুদকের গণশুনানি
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম দুর্নীতি নিয়ে সোমবার মধুপুর অডিটরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্ট্যারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও সাবরেজিস্টার অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরোদ্ধে ভুক্তভোগী অভিযোগকারীরা মুখোমুখি অভিযোগ উত্থাপন করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের পরিচালনায় বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও গণশুনানি গ্রহণ করেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। উক্ত গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের পরিচালক প্রতিরোধ ও গণসচেনতা মনিরুজ্জামান, পরিাচলক ঢাকা বিভাগ নাসিম আনোয়ার, টিআইবির সিনিয়ির প্রোগ্রাম ম্যানেজার হাসান আলী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু প্রমূখ।
গণশুনানিতে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের অভিযুক্ত কর্মকর্তার বিরোদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণশুনানিতে অনুষ্ঠানের শুরুতে দুর্নীতি বিরোদ্ধে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়।