
মধুপুরে নদীতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে নদীর পানিতে ডুবে আবু বকর সিদ্দিক (৪৩) নামের মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাতে আবু বকর সিদ্দিকের মৃত দেহ বংশাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন আবু বকর সিদ্দিক উপজেলার চক মোমিনপুর এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার তিনি কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বংশাই নদীতে গোসল করতে নেমে ডুবে যান। এলাকাবাসী চেষ্টা করে উদ্ধার করতে না পেরে রাতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনা স্থলে যায়। আধঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্য ময়মনসিংহ জোনের ডুবুরি ফকরুল ইসলাম তার মৃত দেহ উদ্ধার করেন।
মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা এসকে তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।