
জাগ্রতবাংলা, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে পুলিশের দেয়া জমিসহ ঘর পেলেন রাবেয়া নামের গৃহহীন এক নারী। মধুপুর থানা পুলিশের মাধ্যমে রাবেয়া উপজেলার টেংরি এলাকায় মাথা গোঁজার ঠাঁই পেলেন।
রবিবার রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় সদর দপ্তর থেকে পরিচালিত ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষে এ জমি গৃহ হস্তান্তর করা হয়।
ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী,আইজিপিসহ সারাদেশের থানা যুক্ত ছিল।
সারাদেশের সাত শতাধিক থানার সাথে যুক্ত হয়ে মধুপুর থানার পক্ষ থেকে ওসি মাজহারুল আমিন রাবেয়ার কাছে ঘরের চাবি তুলে দেন। ১৯৮৭ সালে সিরাজ আলীর সাথে রাবেয়ার বিয়ে হয়। স্বামীসহ দুই ছেলে,দুই মেয়ের সংসার হলেও এতো দিনেও তার মাথা গোঁজার ঠাই ছিল না। এবার ঠাঁই পেয়ে তিনি খুব খুশি।
সারাদেশের থানাগুলোর সাথে মধুপুর থানায়ও এ সময় প্রতিষ্ঠিত নারী শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হয়। মধুপুর থানায় এ সময থানার ওসি মাজহারুল আমিন, থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের এসআই শামীমা হাসান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা মাসুদা, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক এসএম শহীদসহ জন প্রতিনিধি সাংবাদিক থানার স্টাফ ও সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
হাবিব /