
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরের আউশনারা বোকার বাইদ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুইড বাংলাদেশ আউশনারা শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আউশনারা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরীন রুমি।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ৫০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।