
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে ৪ বন্ধু মদ পান করে ফেরার পথে শমসের মিয়া (৩০) নামে এক বন্ধুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের শালবনের দোখলা তীলেরটাল এলাকায় আনারস বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সমশের ওই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কুলি শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, রাতে শমসেরসহ চার বন্ধু মদ পান করতে যান। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হতে পারে। এরই জেরে শমসের আলীকে পিটিয়ে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।
শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, সোমবার রাতে সমশেরসহ চার বন্ধু মিলে মদ পান করতে যায়। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়ার ঘটতে পারে। হয়ত এ কারণে শমশের আলীকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে খুন করা হতে পারে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন সাংবাদিকদের জানান, মরদেহের শরীরের আঘাত চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।