
মধুপুরে ৩ ছিনতাইকারী আটক
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে ছিনতাই করে পালিয়ে যওয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার জলছত্র বাজারে মেসার্স মদিনা ট্রেডার্সে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দোকানের ম্যানেজার বুলবুল আহমেদ হীরাকে ভয়ভীতি দেখিয়ে দোকানের ক্যাশ থেকে ১লক্ষ ৩৮ হাজার ৫শত টাকা ছিনতাই করে টাঙ্গাইল-ময়মনসিংহগামী চলন্ত প্রান্তি বাসে উঠে পালানোর চেষ্টা করে। এদিকে দোকানের ম্যানেজার বুলবুল আহমেদ হীরা জলছত্র বাজারে দায়িত্বরত এসআই আমিনুল ইসলামকে জানালে সঙ্গে থাকা কনস্টেবল ছৈইর উদ্দিনকে নিয়ে মোটর সাইকেলযোগে পিছু ধাওয়া করে কয়েক কিলোমিটার দূরে বড়বাইদ এতিমখানার নিকট গাড়িটি গতিরোধ করে ছিনতাইকারীদের আটক করে এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছিনতাইকারীরা হলো ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার সেন্দ্র গ্রামের মীর আবু সামার ছেলে বাহাদুর আলম (৩০), আব্দুল মান্নানের ছেলে মোঃ কাউছার (২৮), মোঃ আলী মিয়ার ছেলে মোঃ আকাশ (২০)।
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে মধুপুর থানায় একটি ছিনতাই মামলা হয়েছে।