
জাগ্রতবাংলা প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নূর-ই-আলম মিনা বলেছেন, পুলিশের সমন্বিত প্রচেষ্টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখনো যানজট হয়নি। আশা করছি অন্য বছরের তুলনায় মানুষ এবার স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে। মহাসড়কে আমাদের পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্বপালন করছেন।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সরেজমিনে পরিদর্শণে এসে কালিহাতী উপজেলার এলেঙ্গাতে সাংবাদিকদের সাথে আলাপকালে তার এ প্রত্যাশা ব্যক্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দুই লেনের। যানবাহনের চাপ বৃদ্ধি পেলেই সড়কটি একমুখি করে দেওয়া হবে। উত্তরবঙ্গগামী যানবাহন এই সড়ক হয়ে সেতু পর্যন্ত যাবে। অপরদিকে ঢাকামুখি যানবাহন সেতু পার হয়ে বিকল্প সড়ক ভূঞাপুর হয়ে এলেঙ্গা আসবে।
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, গত মঙ্গলবার থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু হয়ে ২৫ হাজার ৪৫০ টি যান পারাপার হয় এবং বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সাড়ে ৩৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল শহর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের গোলচত্বর এলাকা পর্যন্ত সরেজমিনে যানজট দেখা যায়নি। তবে যানবাহনের চাপ ছিল আগের দিনের তুলনায় অনেক বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন এবং ঢাকা থেকে উত্তরবঙ্গমুখি যানবাহন উভয়ের চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি।