
মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে : আব্দুল লতিফ বিশ্বাস
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: মালিক শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকের সমজোতাই দেশের উন্নয়ন বলে জানালেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলা মুকুন্দগাতী বাজারে সিরাজগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা ও মিশুক মালিক সমিতির অফিস উদ্বোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিরাজগঞ্জ সিএনজি চালিত অটো রিক্সা ও মিশুক মালিক সমিতির সভাপতি রঞ্জু প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুবজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, আব্দুল জলিল মিয়া, সিরাজগঞ্জ সিএনজি চালিত অটো রিক্সা ও মিশুক মালিক সমিতির সাধারন সম্পাদক ছামিউল শেখ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ফরহাদ মিয়া, আরমান হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে মহান মে দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে। জাতীয় শ্রমীকলীগ বেলকুচি উপজেলা শাখা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।