
মির্জাপুরে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার দুল্যা বাজারে আগুনে পুড়ে ৬টি দোকান ছাই হয়ে গেছে। সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে হঠাৎ ওই বাজারের একটি মোবাইল ফোনের সার্ভিসিং সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পাশের এলপি গ্যাস সিলিন্ডারের দোকান, শাড়ী কাপড়ের দোকানসহ ৬টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপার মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।